Anwar Azad | Film Producer | Interview | Talk Show | Maasranga Ranga Shokal
চলচ্চিত্র প্রযোজক। আনোয়ার আজাদ। কানাডা প্রবাসী আনোয়ার আজাদ দূর দেশে থাকলেও দেশি সিনেমা নিয়ে কাজ করছেন। ‘গোপন দ্য ইনার সাউন্ড’, ‘মায়াবতী’, ‘গন্তব্য’ চলচ্চিত্রগুলো প্রযোজনা করেছেন। ১৯৮৮ সাল থেকে কানাডায় বসবাস করছেন তিনি। সেখানে বসবাসের শুরু থেকেই টরন্টোতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকান্ডের সাথে জড়িত। তিনি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া’র মতো আন্তর্জাতিক উৎসবের সাথে যুক্ত। তার প্রধান লক্ষ্য, আন্তর্জাতিক বাজারে এবং চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী চলচ্চিত্রের প্রচার করা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য এবং কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি ‘পিল মাল্টিকালচারাল কাউন্সিল’ এর সাবেক নির্বাচিত পরিচালক।