This short film is made in the context of Social Awareness during this world wide epidemic crisis. At this time when the whole world is going through a time of crisis, when people are lost in the epidemic, the father of a Dorbar finds a fancy approach [scientific] to prevent this epidemic. এই শর্টফিল্মটি সামাজিক সচেতনতামূলক প্রেক্ষাপটে নিমির্ত। সারা পৃথিবী যখন সংকটময় সময় পার করছে, মানুষ যখন মহামারিতে দিশেহারা ঠিক তখনই এক দরবারের বাবা এই মহামারি রোধের এক অভিনব পন্থা খুঁজে বের করে। কাহিনী সংক্ষেপ: রংপুরের অদূরে এক বটগাছের নিচে আস্তানা গাড়ে এক আজগুবি বাবা। এই মহামারি সংকটের সময়ে বাবার পড়া পানি এবং গায়েবি সাবান ব্যবহার করে রংপুর ভাইরাস মু্ক্ত হয়। দেশ ও বিদেশের মিডিয়াতে ছড়িয়ে পরে এই সংবাদ। বাবার এই চিকিৎসার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বলে ঢাকা থেকে দুইজন সাংবাদিক গিয়ে হাজির হন বাবার রংপুরের আস্তানায়। কিন্তু তারা বুঝতে পারে পড়া পানি কিছু নয়, বাবার দেয়া নিয়মগুলোই সংক্রমন ঠেকাতে প্রধান ভূমিকা পালন করছে। বাবা নিজেও একজন সাংবাদিক এটা তার ছদ্মবেশ।
বাবার কেরামতি | Babar Keramoti