সিমান্ত বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে তার খুব পছন্দ হয় তানিকে।শুধু সিমান্তের না, তার ভাই ভাবিও খুব পছন্দ করে তানিকে কিন্তু বিয়ের জন্য মত দিতে পারছেনা সিমান্ত কারন তানিকে তার খুব চেনা চেনা লাগছে। সীমান্তের সন্দেহ যদি সঠিক হয় তবে তানিকে সে কবিরের বাসায় কবিরের এক বন্ধুর সাথে দেখেছে।কিন্তু কবিরও বিষয়টা নিশ্চিত করতে পারেনা কারন সেতো বেশ কয়েক বছর আগের কথা,আর শুভোর সাথে কবিরের এখন আর কেন যোগাযোগ নেই। বাধ্য হয়ে সীমান্ত তানির সাথেই সরা সরি কথা বলে।তানি সীমান্তের চিন্তার স্তর বুঝতে পেরে বেশ অবাক হয়। তানি সীমান্তকে জানিয়ে দেয় হ্যা সেই সে মেয়ে যে তার এক্স বয়ফ্রেন্ড এর সাথে কবিরের বাসায় গিয়েছিলল। যে ছেলে এতো সংস্কার আচ্ছন্ন তাকে তানি বিয়ে করবেনা সাফ জানিয়ে দেয় সবাইকে।কিন্তু সীমান্ত তানিকে খুব চাইতে শুরু করে।এই চাওয়া নাচাওয়ার মধ্যদিয়ে নানা নাটকিয়তার ভেতর দিয়ে গল্পটা চলে আসে তার পরিনতিতে।।
ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে এই টিভি ফিকসন “ভালো করে বাসবো ভালো”।গোলাম মস্তফা শিমুলের রচনা এবং পরিচালনায় করেছেন এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মওলা ও তানি। এই টিভি ফিকসনটি প্রযোজনা করেছেন আনোয়ার আজাদ ফিল্মস ।
Behind The Scenes
Coming Soon.