গল্পে দেখা যায়,গল্পের অন্যতম মুল চরিত্র ফারুক একজন প্রবাসী , দীর্ঘদিন পর দেশে আসে দুই মাসের ছুটিতে। দেশে এসে বিয়ের জন্য বউ খুঁজতেই পার হয়ে যায় দেড়মাস। তাড়াহুড়ো করে বিয়েটা যখন করলো তখন আর ছুটি বাকি আছে দশ দিন। মা সাজেদা বেগম আর খালাতো ভাই জসিম কে নিয়ে প্রবাসী ফারুকের বাংলাদেশের সংসার। বয়স্ক মায়ের দেখাশোনা করা ও সংসারের অন্যান্য যাবতীয় কাজের জন্য মূলত খালাতো ভাই জসিমকে বাসায় রেখেছে বিদেশ যাবার পর থেকেই ফারুক। এখন জসিম পরিপূর্ণ যুবক এবং নিজেই বিবাহ উপযুক্ত। বিয়ের তিন মাস পর স্ত্রী রেশমা একদিন ফোন দিয়ে স্বামীকে সুখবর জানায় যে, সে মা হতে চলেছে । খবর শুনে খুশি হয় ফারুক। এদিকে স্বামী প্রবাসে থাকায় স্ত্রীর একাকিত্বের সুযোগে ঘটতে থাকে নানা ঘটনা, কানাঘুষা শুরু হয় ইতিমধ্যে, সাথে থাকে মিথ্যা অপবাদ, আর খালাতো ভাই জসিমের কুট চাল I পুত্র বধূর প্রতি অবিশ্বাস তৈরি হয় শাশুড়ির। শুরু হয় এ নিয়ে সংসারে বড় ধরনের দ্বন্দ। আর এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে যে অনাকাঙ্খিত হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় তা নিয়েই প্রবাসী ভাবীর মূল গল্প নির্মিত হয়েছে I নাটকটিতে একদিকে যেমন প্রবাসীদের সংসারের হাসি, কান্না, প্রেম,ভালোবাসা,দুঃখ,কষ্ট সবই সুন্দরভাবে ফুটে উঠেছে I আবার দেখা যায় বিভিন্ন সময়ে প্রবাসী স্বামীরা তাদের নতুন বিয়ে করা স্ত্রীদের দেশে রেখে যাওয়ার পর স্বামীদের অনুপস্থিতিতে তাদের জীবনে কি ধরনের পরিস্থিতিতে পড়তে হয় I
প্রবাসী ভাবী |Probashi Bhabi #২০২০র কোরবানির ঈদের জন্য ৬০ মিনিটের বিশেষ নাটক, নির্মিত হয়েছে “আনোয়ার আজাদ ফিল্মস” ইউটিউব চ্যানেলের জন্য ।
আনোয়ার আজাদ ফিল্মসের প্রযোজনায় এবং সোয়েব সাদিক সজীবের পরিচালনায় এবং বরজাহান হোসেনের রচনায় এবং কাজী রাজু ,তানিন তানহা, প্রাণ রায়, শিরিন আলম, সেঁজুতি ইসলাম, খাইরুল ইসলাম, দোয়েল রাজা প্রমুখ অভিনিত প্রবাসীদের সংসারের জীবনযাত্রা ,প্রেম,ভালোবাসা,দুঃখ,কষ্ট,হাসি-কান্না নিয়ে এই নাটক নির্মিত হয়েছে কোরবানি ঈদে “আনোয়ার আজাদ ফিল্মস” ইউটিউব চ্যানেলের জন্য I
Behind The Scenes
২০২০ সালের কোরবানি ঈদের সময়ে আনোয়ার আজাদ ফিল্মসের প্রযোজনায় “আনোয়ার আজাদ ফিল্মস” ইউটিউব চ্যানেলের জন্য এই বিশেষ নাটকটি নির্মিত হয়েছে I
[Special Anwar Azad Films production for YouTube Channel #Anwar_Azad_Films during Qurbani Eid in 2020]
প্রবাসীদের জীবনযাত্রা নিয়ে এই বিশেষ নাটক প্রবাসী ভাবী I Probashi Bhabi I এর গল্পটিতে দেখা যায় বিভিন্ন সময়ে প্রবাসী স্বামীরা তাদের নতুন বিয়ে করা স্ত্রীদের দেশে রেখে যাওয়ার পর স্বামীদের অনুপস্থিতিতে তাদের জীবনে কি ধরনের পরিস্থিতিতে পড়তে হয় | গল্পের মূল চরিত্র ফারুক তার সদ্য বিবাহিত স্ত্রী মায়াকে দেশে রেখে যাওয়ার পর রেশমার প্রেগন্যান্সি ,তৃতিয় পক্ষের কুটচাল, শাশুড়ির পুত্র বধূর প্রতি অবিশ্বাস এবং আরো কিছু নাটকীয় ঘটনা দেখা যাবে যা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বিশেষ নাটকটিতে I

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
  • Attributes
  • Custom attributes
  • Custom fields
Click outside to hide the comparison bar
Compare