লন্ডন প্রবাসী নিঃসন্তান দম্পতি দেশে এসেছে সন্তান দত্তক নিতে, তারপর আবার লন্ডনে ফিরে যাবে সন্তান সহ |বিয়ের পর অনেক চেষ্টা করেও তারা সন্তানের মা-বাবা হতে পারেনি | দেশে আসার পর সন্তান দত্তক নেওয়ার প্রচেষ্টা শুরু করার পর থেকে প্রথমে নিজ বাড়িতে বৌ শাশুড়ির যুদ্ধ শুরু হয়| শাশুড়ি চায় ছেলেকে দ্বিতীয় বিয়ে করাতে |এরপর শুরু হয় দত্তক নেয়ার চেষ্টা বিভিন্ন জনের মাধ্যমে, আবার স্বামী একই সাথে গোপনে দ্বিতীয় বিয়ের চেষ্টাও চালাতে থাকে | এইভাবে একদিকে দত্তকের চেষ্টা ও অন্যদিকে দ্বিতীয় বিবাহের প্রচেষ্টা নিয়ে মজার মজার সৰ ঘটনা নিয়ে গল্প এগিয়ে যেতে থাকে | শেষে এসে যদিও তারা দত্তক সন্তান পায়, কিন্তু নতুন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তাদের দত্তক নেয়ার সিদ্ধান্ত বদল করে উল্টো একটি অনাথ আশ্রম গড়ে তুলে এবং এদের লালন পালনের মাধ্যমে তাদের সন্তানের অভাব খুঁজে পায় । নাটকটির শিরোনাম তাই অমন।
আমি বাবা হতে চাই | Ami Baba Hote Chai #২০২০র কোরবানির ঈদে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক, নির্মিত হয়েছে “আনোয়ার আজাদ ফিল্মস” এর প্রযোজনায় বাংলাদেশের নাগরিক টিভির জন্য ।
আনোয়ার আজাদ ফিল্মসের প্রযোজনায় এবং ফরিদুল হাসানের পরিচালনায় এবং আহসান আলমগীরের রচনায় এবং আখম হাসান, নাদিয়া আফরিন মিম, রাশেদ মামুনুর রহমান, ফারজানা রিক্তা , নাইমা আলম মাহা, শফিক খান দিলু , সাইকা আলম , ফারজানা জয়া, শর্মী শারমিন, সুমি আক্তার প্রমুখ অভিনিত এই ৭ পর্বের বিশেষ ধারাবাহিক কমেডি নাটক আমি বাবা হতে চাই | Ami Baba Hote Chai নির্মিত হয়েছে বাংলাদেশের নাগরিক টিভির I
দেখুন ঈদের দিন থেকে প্রতিদিন, রাত ৯.৩৫ মিনিটে
Behind The Scenes
কোভিড-১৯ করোনা কালীন বিশ্বব্যাপী ২০২০এর মহামারীর সময়ে আনোয়ার আজাদ ফিল্মসের প্রযোজনায় বাংলাদেশের নাগরিক টিভির জন্য নির্মিত হয়েছে I
[Special Anwar Azad Films production for Nagorik Tv of Bangladesh during Corona Pandemic worldwide in 2020]
এই গল্পটিতে খুব সুন্দরভাবে আনা হয়েছে অন্য মায়ের কোল খালি না করে কিভাবে অনাথ/এতিমদের জন্য ভালো কিছু করার মাধ্যমে যদি একটি অনাথ আশ্রম গড়ে তোলা যায় এবং এদের লালন পালনের মাধ্যমেও তাদের সন্তানের অভাব খুঁজে পাওয়া যায় |