গল্পের অন্যতম মুল চরিত্র ফারুক দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে আসে। দুই মাসের ছুটিতে দেশে এসে বউ খুঁজতেই পার হয়ে যায় দেড়মাস। তাড়াহুড়ো করে বিয়েটা যখন করলো তখন আর ছুটি বাকি আছে দশ দিন। মা সাজেদা বেগম আর খালাতো ভাই জসিম কে নিয়ে প্রবাসী ফারুকের বাংলাদেশের সংসার। বয়স্ক মায়ের দেখাশোনা করা ও সংসারের অন্যান্য যাবতীয় কাজের জন্য মূলত খালাতো ভাই জসিমকে বাসায় রেখেছে বিদেশ যাবার পর থেকেই ফারুক। এখন জসিম পরিপূর্ণ যুবক এবং নিজেই বিবাহ উপযুক্ত। বিয়ের তিন মাস পর স্ত্রী মায়া একদিন ফোন দিয়ে স্বামীকে সুখবর জানায় যে মা হতে চলেছে সে। খবর শুনে খুশি হয় ফারুক। এদিকে স্বামী প্রবাসে থাকায় স্ত্রীর একাকিত্বের সুযোগে ঘটতে থাকে নানা ঘটনা, কানাঘুষা শুরু হয় ইতিমধ্যে, সাথে থাকে মিথ্যা অপবাদ I পুত্র বধূর প্রতি অবিশ্বাস তৈরি হয় শাশুড়ির। শুরু হয় এ নিয়ে সংসারে বড় ধরনের দ্বন্দ। আর এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে যে অনাকাঙ্খিত হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় তা নিয়েই প্রবাসী ভাবীর মূল গল্প নির্মিত হয়েছে I নাটকটিতে একদিকে যেমন প্রবাসীদের সংসারের হাসি, কান্না, প্রেম,ভালোবাসা,দুঃখ,কষ্ট সবই সুন্দরভাবে ফুটে উঠেছে I আবার দেখা যায় বিভিন্ন সময়ে প্রবাসী স্বামীরা তাদের নতুন বিয়ে করা স্ত্রীদের দেশে রেখে যাওয়ার পর স্বামীদের অনুপস্থিতিতে তাদের জীবনে কি ধরনের পরিস্থিতিতে পড়তে হয় I
অসৎ ব্যাবসায়ী তালুকদার সাহেব কোভিড-১৯ করোনা কালীন এ মহামারীতে দু্ই নাম্বার মাস্ক,স্যানেটাইজার,পিপিইসহ স্বাস্থ্যসেবা সামগ্রী সাপ্লাই দিয়ে জনগনকে ঠকিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। তালুকদারের ইচ্ছা এলাকার মধ্যে সবার চেয়ে বড় গরু কুরবানী দেবে এবার ঈদে । অনলাইনে গরু অর্ডার,তারপর দক্ষ কসাইয়ের খোঁজে কিছু দক্ষ এবং সেলিব্রেটি কসাইকে বাড়িতে ডেকে ইন্টারভিউ নেওয়া, অবশেষে কুরবাণীর ঠিক দুদিন আগে গরু নিয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সেলিব্রেটি কসাই নাটকের মূল গল্প I
মোফাক্কর একজন আতংকবাজ | সে তিলকে তাল বানিয়ে মানুষের মধ্যে অাতঙ্ক ছড়িয়ে দিয়ে নানা ভাবে মজা লোটে | তিলকে তাল বানানোই তার চরিত্রের মুখ্য ভূষন | এই তিলকে তাল বানিয়ে সে গ্রামে নানা ভাবে প্রতিনিয়ত নানা হাস্যকর ঘটনার জন্ম দেয় | সে এমন ভাবে ছোট একটা ঘটনাকে বিরাট অাকারে উপস্থপন করে, যা গ্রামের মানুষের বিশ্বাস না করে উপায় থাকে না | শুধুইকি গ্রামের মানুষ? তার ঘরের সুন্দরী বউকেও সে ছাড় দেয়নি! তার শ্বশুর বাড়ীর একজন লোক রোড এক্সিডেন্টে মারা যায়, সে তার বউয়ের কাছে ছুটে এসে বলে,রোড এক্সিডেন্টে তার বাপ মারা গেছে | এ কথা শুনে মোফাক্করের বউ কাদতে কাদতে তার বাপের বাড়ীতে ছুটে এসে দেখে তার বাপ জীবিত সুস্থ্য | আতংকবাজ মোফাক্করের কার্যকলাপ নিয়েই তিল থেকে তাল ৭ পর্বের বিশেষ ধারাবাহিক কমেডি নাটকের মূল গল্প নির্মিত হয়েছে I
লন্ডন প্রবাসী নিঃসন্তান দম্পতি দেশে এসেছে সন্তান দত্তক নিতে, তারপর আবার লন্ডনে ফিরে যাবে সন্তান সহ | বিয়ের পর অনেক চেষ্টা করেও তারা সন্তানের মা-বাবা হতে পারেনি | দেশে আসার পর সন্তান দত্তক নেওয়ার প্রচেষ্টা শুরু করার পর থেকে প্রথমে নিজ বাড়িতে শাশুড়ি চায় ছেলেকে দ্বিতীয় বিয়ে করাতে | শুরু হয় বৌ শাশুড়ির যুদ্ধ | এরপর শুরু হয় দত্তক নেয়ার চেষ্টা বিভিন্ন জনের মাধ্যমে, আবার স্বামী একই সাথে গোপনে দ্বিতীয় বিয়ের চেষ্টাও চালাতে থাকে | এইভাবে একদিকে দত্তকের চেষ্টা ও অন্যদিকে দ্বিতীয় বিবাহের প্রচেষ্টা নিয়ে মজার মজার সৰ ঘটনা নিয়ে গল্প এগিয়ে যেতে থাকে | শেষে এসে যদিও তারা দত্তক সন্তান পায়, কিন্তু নতুন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তাদের সিদ্ধান্ত বদল করে উল্টো একটি অনাথ আশ্রম গড়ে তুলে এবং এদের লালন পালনের মাধ্যমে তাদের সন্তানের অভাব খুঁজে পায় |
বাবার কেরামতি I Babar Keramoti
এই শর্টফিল্মটি সামাজিক সচেতনতামূলক প্রেক্ষাপটে নিমির্ত। সারা পৃথিবী যখন সংকটময় সময় পার করছে, মানুষ যখন মহামারিতে দিশেহারা ঠিক তখনই এক দরবারের বাবা এই মহামারি রোধের এক অভিনব পন্থা খুঁজে বের করে।
This short film is made in the context of Social Awareness during this world wide epidemic crisis. At this time when the whole world is going through a time of crisis, when people are lost in the epidemic, the father of a Dorbar finds a fancy approach [scientific] to prevent this epidemic.