বঙ্গবন্ধুর ১৯৭১এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের অনুপ্রেরণায় এবং নাট্যনির্মাতা সঞ্জীবন শিকদারের পথনাটক “কৈবল্য” থেকে নেওয়া গল্প নিয়ে, দেশপ্রেমের অঙ্গীকার নিয়ে নির্মিত #গন্তব্য_The_Destination চলচ্চিত্রটি ।
মানুষ লোভ লালসায় ডুবে গিয়ে,স্বার্থকে বড় করে দেখে,ছুটে চলেছে এক অদৃশ্য গুপ্তধনের আশায় ,মানুষের মধ্যে দেশপ্রেম ,মানব প্রেমের বড়ই অভাব । একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো লোভী নয়, তিনি নির্লোভ,উদার,পরোপকারী,আত্মত্যাগী যেমন ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । যার এক অংগুলি হেলনে সমগ্র দেশের মানুষ ঝাপিয়ে পরেছিলো মুক্তিযুদ্ধে,ছিনিয়ে এনেছিলো স্বাধীনতা । তেমনি আজও তারই সেই ভাষণকে বুকে ধারণ করে ঝাপিয়ে পড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে,রুখে দিতে হবে সব অপশক্তিকে,নিজের দেশকে বলতে হবে “আমার দেশ “। এই দেশ সৃষ্টির ইতিহাস জানতে হবে আমাদের, কত ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিলো স্বাধীন বাংলাদেশ । তাহলেই এই দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকবে । দেশ হবে শান্তির সূতিকাগার ।
গন্তব্য চলচিত্রের গল্পে দেখা যাবে দেশাত্ববোধে উদ্বুদ্ধ ইউনিভার্সিটি পড়ুয়া ৫ বন্ধু একত্রিত হয় দেশের মঙ্গল ভাবনা থেকে। তাদের বিশ্বাস নিজের দেশকে “আমার দেশ” বলতে পারলেই এ দেশের প্রকৃত উন্নতি হবে, নিজের দেশকে ভালবাসা যাবে। এই বিশ্বাস থেকে তারা চর এলাকার হত দরিদ্র জেলে জনগোষ্ঠিকে নিয়ে নির্মান করে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উদ্দেশ্য বিভিন্ন স্কুল কলেজ, দেশের প্রত্যন্ত অঞ্চলে চলচ্চিত্রটি প্রদর্শন করা যাতে দেশের মানুষেরা সঠিক ইতিহাস জানতে পারে, সমস্ত অরাজকতা থেকে মুক্ত হয়ে তারা দেশের মঙ্গলের জন্য এগিয়ে আসে। এই বিশ্বাস থেকে তারা চর এলাকার হত দরিদ্র জেলে জনগোষ্ঠিকে নিয়ে নির্মান করে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উদ্দেশ্য বিভিন্ন স্কুল কলেজ, দেশের প্রত্যন্ত অঞ্চলে চলচ্চিত্রটি প্রদর্শন করা যাতে দেশের মানুষেরা সঠিক ইতিহাস জানতে পারে, সমস্ত অরাজকতা থেকে মুক্ত হয়ে তারা দেশের মঙ্গলের জন্য এগিয়ে আসে। । নদী পারের এই দরিদ্র জনগোষ্ঠী কে একটি প্রতীকী দেশ হিসেবে দেখানো হয়েছে,যেখানে নেতা স্থানীয় বিরেন ওঝা জাতির জনকের প্রতিকী রূপ যিনি এই গ্রাম্য জনগোষ্ঠীর তিনটি ভিন্ন মানুষিকতার দলকে একত্রিত হতে উদ্বুদ্দ করে এবং এক গুপ্তধনের সন্ধান দেন , যে গুপ্তধনের সন্ধান পেলেই ওই নদীপারের জনগোষ্ঠী দেশপ্রেমের মূলমন্ত্র কাজে পাবে । আর এটাই গন্তব্য চলচিত্রের মূল বক্তব্য।
গন্তব্য চলচ্চিত্রে অভিনয় করেছেন:#ফেরদৌস_আহমেদ #আইরিন_সুলতানা #আমান_রেজা #এলিনা_সাম্মী #আফফান_মিতুল #জয়ন্ত_চট্টোপধ্যায় #মাসুম_আজিজ #কাজী_রাজু #মোঃ_এমএইচ_হিমু #কাজী_শিলা প্রমুখ
Film #গন্তব্য_The_Destination Inspired from Father of Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’s historic 7th March 1971 Speech, and story of the film taken from Shanjiban Shikder’s Pathankot “Koibollya”
Behind The Scenes
‘বাংলা, বাঙালি ও বাংলাদেশ’ স্লোগান নিয়ে গেল বছরের মাঝামাঝিতে চোখে পড়ে একটি পোস্টার। না, কোনো রাজনৈতিক পোস্টার ছিলো না সেটা। বরং তা ছিলো একটি সিনেমার পোস্টার। নির্মাতা অরণ্য পলাশের প্রথম সিনেমা ‘গন্তব্য’র।
ছবিটির শ্যুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জে। ‘গন্তব্য’ গতানুগতিক ঘরানার প্রেমের ছবি নয় জানিয়ে ফেরদৌস বলেন, ‘গন্তব্য’ আমার মনের মতো একটি ছবি।
ছবির গল্পে দেখা যাবে, ৬ বন্ধু মিলে দেশপ্রেমের একটি সিনেমা বানায়। সিনেমাটি তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মানুষকে দেখায়। এতে কিছু বাধা বিপত্তি আসলেও সাধারণ জনগণকে তারা সিনেমাটির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। কিছু বিষয়ে তাদেরকে সচেতন করে।

বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ থেকে নির্মিত ছবি 'গন্তব্য'

"Meet The Press" Before Release Gontobbyo

"Meet The Press" Before Release Of Gontobbyo


































In addition to producing, Anwar Azad Films is also involved in film financing and distribution through The Canadian Media Entertainment Inc. The CME INC. released well-respected Bangladeshi Films.
গন্তব্য | The Destination নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ:
গন্তব্য | The Destination নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ:
গন্তব্য | The Destination নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ: