একজন সৎ দারোগা জনাব হানিফ। এই ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটকটিতে হানিফ দারোগা সৎ ভাবে এলাকার মানুষের সাথে মিশে তাদের জন্য কাজ করে । নাটকটির শিরোনাম তাই অমন।
# হানিফ দারোগা (Hanif Daroga) # ২০১৮ র কোরবানি র ঈদে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক।
আনোয়ার আজাদ ফিল্মসের প্রযোজনায় এবং উজ্জল মাহামুদের পরিচালনায় জাহিদ হাসান, মৌসুমি হামিদ, আইরিন তানি প্রমুখ অভিনিত ইটিভি’র (ETV) বর্ণাঢ্য ঈদ আয়োজনে ৭দিন ব্যাপী অনুষ্ঠানমালায় ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক # হানিফ দারোগা(Hanif Daroga) # দেখুন ঈদের দিন থেকে প্রতিদিন, সন্ধ্যা ৭:২০মিনিটে
Behind The Scenes
A Anwar Azad Films production











Written By Mezbah Uddin Sumon and Directed by Uzzal Mahmud and produced by Anwar Azad Films a Sister concern of Canadian Media Entertainment, হানিফ দারোগা |Hanif Daroga is a Channel ETV for Eid. It’s the first 7 Day Serial with Director Fazlul SalimUzzal Mahmud with Anwar Azad Films.