Oops...
Slider with alias not found.
৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবি ‘গন্তব্য’

৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবি ‘গন্তব্য’

বিনোদন ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবি ‘গন্তব্য’। এমন ঘোষণায় দিয়েছিলেন অরণ্য পলাশ। থেমে থেমে প্রায় দুই বছর সময় ধরে শুটিং করেছে পুরো টিম।

৬ বন্ধু মিলে দেশপ্রেমের একটি সিনেমা বানায়। সিনেমাটি তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মানুষকে দেখায়। এতে কিছু বাধা বিপত্তি আসলেও সাধারণ জনগণকে তারা সিনেমাটির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। কিছু বিষয়ে তাদেরকে সচেতন করে। এমনই গল্পে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

৬ বন্ধুর গল্প নিয়ে নির্মিত হয়ে এ ছবি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আফফান মিতুল, এলিনা শাম্মী, আমান ও জিয়ন।

ছবিটির শ্যুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জে। ‘গন্তব্য’ গতানুগতিক ঘরানার প্রেমের ছবি নয় জানিয়ে ফেরদৌস বলেন, ‘গন্তব্য’ আমার মনের মতো একটি ছবি।’ আইরিন বলেন, ‘ছবির কাজ প্রায় শেষ করেছি। সামনে ডাবিংয়ে সময় দিব।’

Original News Link:

৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবি ‘গন্তব্য’