গল্পে দেখা যায়,মোফাক্কর একজন আতংকবাজ | সে তিলকে তাল বানিয়ে মানুষের মধ্যে অাতঙ্ক ছড়িয়ে দিয়ে নানা ভাবে মজা লোটে | সে এমন ভাবে ছোট একটা ঘটনাকে বিরাট অাকারে উপস্থপন করে, যা গ্রামের মানুষের বিশ্বাস না করে উপায় থাকে না | শুধুইকি গ্রামের মানুষ ? তার ঘরের বউকেও সে ছাড় দেয়নি | তার শ্বশুর বাড়ীর একজন লোক রোড এক্সিডেন্টে মারা যায়, সে তার বউয়ের কাছে ছুটে এসে বলে,রোড এক্সিডেন্টে তার বাপ মারা গেছে | এ শুনে মোফাক্করের বউ কাদতে কাদতে তার বাপের বাড়ীতে ছুটে এসে দেখে তার বাপ জীবিত সুস্থ্য | পরে বাড়ী ফিরে এসে মোফাক্করকে ইচ্ছা মত ধোলাই করে | এর পর থেকে মোফাক্করের বউ, তিলকে তাল বানানো নিয়ে নানা ভাবে প্রতিবাদ করে আসে | কিন্তু তাতেও মোফাক্করের স্বভাব চরিত্রের কোন পরিবর্তন হয় না | মূল গল্প দেখা যায়, মোফাক্কর আতংকবাজ দেখে গ্রামের দবির আলী মেয়ে সুইটির সঙ্গে মোফাক্করের বিয়ে দেয় নি | ভিন গ্রামের বক্কর নামরর একটি ছেলের সাথে সুইটির বিয়ে দিয়ে ঘরজামাই করে রেখেছে | মোফাক্কর এবার এখানে তিলকে তাল বানানো শুরু করে | সে নববিবাহিতা সুইটির স্বামীকে ডেকে বলে,সুইটির সাথে অাগে তার প্রেমের সম্পর্ক ছিল | সুইটির সাথে তার বিয়ের ও কথা ছিল| সুইটির চরিত্র ভাল না দেখে সে সুইটিকে বিয়ে করেনি | এশুনে বক্কর এবার তেলে বেগুনে জ্বলে উঠে | তারপর এখান থেকে নানা ঘটনার জন্ম হতে থাকে I এবার কথাটি দবির অালীর কানে যায় | দবির অালী অার বিলম্ব করে না, এর একটা বিহিত করার জন্য গ্রামের প্রধানকে নিয়ে একটা পঞ্চায়েতে বসে | গ্রামের প্রধান সব শুনে রায় দেয়, বক্কর সুইটিকে ডিভোর্স দিবে,অার মোফাক্কর সুইটিকে বিয়ে করবে | এরপর ঘটনা আরো জটিল আকার ধারণ করে I মোফাক্কর বলে তার ঘরে বউ অাছে, সে কি ভাবে সুইটিকে বিয়ে করবে | গ্রমের প্রধান বলে সেটা তোমার বিষয়, তুমি কিভাবে দুই বউ রাখবা সেটা তোমার ব্যাপার | সুইটির নামে যে কলঙ্ক দেছো, তাতে বক্কর অার সুইটিকে রাখবে না | মোফাক্কর এবার গেরাকলে অাটকা পড়ে যায় | এরপর মোফাক্করে মুখ দিয়ে বেড়িয়ে অাসে অাসল সত্য কথা | এভাবেই এই কমেডি নাটকটির পরিসমাপ্তি হয় |
তিল থেকে তাল I Til Theke Tal #২০২০র কোরবানি র ঈদে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক, নির্মিত হয়েছে “আনোয়ার আজাদ ফিল্মস” ইউটিউব চ্যানেলের জন্য ।
আনোয়ার আজাদ ফিল্মসের প্রযোজনায় এবং ফরিদুল হাসানের পরিচালনায় এবং রুহুল আমিন পথিকের রচনায় এবং আখম হাসান, জামিল হোসাইন, হুমায়ারা হিমু, মানসী প্রকৃতি , শফিক খান দিলু, খলিলুর রহমান কাদেরী, শম্পা নিজাম, বিনয় ভদ্র, শামীম আহমেদ,সবুজ রহমান, রাকিব খান প্রমুখ অভিনিত এই ৭ পর্বের বিশেষ ধারাবাহিক কমেডি নাটক তিল থেকে তাল I Til Theke Tal নির্মিত হয়েছে “আনোয়ার আজাদ ফিল্মস” ইউটিউব চ্যানেলের জন্য I
Behind The Scenes
২০২০ সালের কোরবানি ঈদের সময়ে আনোয়ার আজাদ ফিল্মসের প্রযোজনায় “আনোয়ার আজাদ ফিল্মস” ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হয়েছে I
[Special Anwar Azad Films production for YouTube Channel #Anwar_Azad_Films during Qurbani Eid in 2020]
এই ৭ পর্বের বিশেষ ধারাবাহিক কমেডি নাটক তিল থেকে তাল I Til Theke Tal এর গল্পটিতে দেখা যায় অন্যের জন্য গর্ত খনন করলে সে গর্তে নিজেই পড়তে হয় | গল্পের মূল চরিত্র মোফাক্কর তার ভুল বুঝতে পারে, সে অনুতপ্ত হয়ে সবার কাছে ক্ষমা চায় | মানুষের ভিতরে গুজব ছড়িয়ে অহেতুক অশান্তি আর কোনোদিন সৃষ্টি করবে না I আর কোন দিন সে এভাবে তিলকে তাল বানাবে না | অাজ তার চরম শিক্ষা হয়েছে | এভাবেই নাটকটির পরিসমাপ্তি হয় |
News Link One: Hello Mr. Change Me with your desired title
News Link One: Hello Mr. Change Me with your desired title