Blog

ইউটিউবে ‘আনোয়ার আজাদ ফিল্মস’ এর যাত্রা শুরু

734 Views0 Comments

যাযাবর পলাশ

নিরাপদ নিউজ

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২০, ১০:১০ অপরাহ্ণ

সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হয় মানুষের বিনোদন ও বিনোদনের প্রচার মাধ্যম। পুথি পালা থেকে যাত্রা পালা তার পর মঞ্চ নাটক আসে সিনেমা হল এর পর টেলিভিশন মিডিয়া সব শেষ সংযোজন ডিজিটাল কন্টেন্ট। আনোয়ার আজাদ ফিল্মস এর সবশেষ প্রোডাকশনে বাংলাদেশে ২০১৯ সালে বড় পরিসরে বড় পর্দায় মানুষ দেখেছে অরুন চৌধুরীর পরিচালনায় “মায়াবতী “। ফিল্মটি যেমন সারা ফেলেছে বাংলাদেশে তেমন হানা দিয়েছে আন্তর্জাতিক বিনোদন জগতে। আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সহ অনেক দেশে প্রদর্শন হয়েছে মায়াবতী। আনোয়ার আজাদ ফিল্মস এর চেয়ারম্যান কানাডা প্রবাসী প্রযোজক বাংলাদেশী কানাডিয়ান আনোয়ার আজাদ জানালেন- আমি ক্ষুদ্র মানুষ আমি ভালোবাসি আমার দেশকে আমি ভালোবাসি আমার দেশের সংস্কৃতিকে। আমার দেশের সংস্কৃতি সারা দুনিয়া লিড দিবে এই প্রত্যাশা বুকে ধারন করি এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। সময়ের সাথে তাল মিলিয়ে আমি একটা “আনোয়ার আজাদ ফিল্মস ” নামে ইউটিউব চ্যানেলও করেছি। আমার চ্যানেল যদি দর্শক গ্রহণ করে আমি বাংলাদেশের শিল্পী কলাকৌশলীদের নিয়ে দেশের বাহিরেও কাজ করাবো। যাতে আমাদের দেশের মানুষের কাজ সারা পৃথিবীর মানুষ দেখে। আমার ইউটিউব চ্যানেলে কাজের কোয়ালিটি নিশ্চিত করবো যাতে দর্শক হতাশ না হয়। এই রোজার ঈদে দুটি সম্পুর্ণ ভিন্নধর্মী কন্টেন্ট/কাজ দিয়ে এই চ্যানেলের যাত্রা শুরু হবে । একটি ঈদ আনন্দ মিউজিক ভিডিও আমাদের চারিদিকের সুবিধাবঞ্চিত অবহেলিত শিশুদের নিয়ে স্বপ্নিল সজীবের ঈদের গান ‘আনন্দের গান’ শিরোনামে আর অন্যটি করোনা মহামারী নিয়ে জনসচেতনতামূলক শর্টফিল্ম ‘করোনা বাবার কেরামতি’। সমাজের মানুষের দায়বদ্ধতার কারনেই এই কাজ গুলো করা। এই করোনা কালীন সময়ে দর্শকের চাহিদা বিবেচনা করে সম্পুর্ন ভিন্ন আঙ্গিকে নির্মান করা হয়েছে মিউজিক ভিডিওটি। যেখানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সপ্নীল সজিব। গানে গল্পে শিশুদের সাথে নতুন জামা দিয়ে ঈদ আনন্দ ভাগ করে নেওয়া। মিউজিক ভিডিও রিলিজ করা হবে ২২শে মে। একজন মাজারের বাবাও দেশের বিরাজমান করোনা মহামারীর পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে “করোনা বাবার কেরামতি” গল্পে তার প্রকাশ পেয়েছে । দেশ করোনা মুক্ত করার জন্য বাবার অভিনব পদ্ধতি দর্শকের নজর কাড়বে। শর্টফিল্মটি রিলিজ করা হবে ২৪শে মে । আমি সব সময় নতুন প্রজন্মের নির্মাতাদের সাথে কাজ করে তাদের কাজকে উৎসাহিত করার চেষ্টা করি। আমি বিনোদনের সব মাধ্যমেই কাজ করবো । আবারো যেমন সিনেমা বানাবো, নাটক বানাবো, তেমনি মিউজিক ভিডিও বানাবো। দর্শক “আনোয়ার আজাদ ফিল্মস” ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনোয়ার আজাদ ফিল্মস এর বৃহৎ কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সাথে থাকবেন বলে আশাকরি।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
  • Attributes
  • Custom attributes
  • Custom fields
Click outside to hide the comparison bar
Compare