ষষ্ঠ টরন্টো দক্ষিণ এশিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭ (IFFSA) তে অংশ নিতে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ কানাডায় এসে পৌঁছেছেন। টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উৎসবের বাংলা বিভাগের প্রধান সমন্বয়কারী আনোয়ার আজাদ।
অপর্ণা ঘোষ অভিনীত ‘ভুবন মাঝি’ ছবিটি এবারের উৎসবে প্রদর্শিত হবে।
অপর্ণা ঘোষ; ছবিঃ সংগৃহীত
আনোয়ার আজাদ বলেন, মে মাসের ১১ থেকে ২২ তারিখ পর্যন্ত এই ষষ্ঠ টরন্টো দক্ষিণ এশিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে। তাঁর ভাষ্য, ‘আসুন বাংলা ছবি দেখুন এবং ছবি নিয়ে কথা বলুন বাংলাদেশ এবং কলকাতা থেকে উৎসবে উপস্থিত ছবির কলা কুশলীদের সাথে।’
এই চলচ্চিত্র উৎসব অংশ নিতে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং IFFSA উপদেষ্টা বোর্ড সদস্য মোস্তফা সারওয়ার ফারুকীও কানাডায় আসবেন।
এছাড়া কলকাতা থেকে ‘চিত্রকর’ চলচ্চিত্রের পরিচালক শৈবাল মিত্র, আমেরিকা থেকে ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রের পরিচালক বিজন ইমতিয়াজ সহ আরো অনেক পরিচালক ও প্রযোজকরা উৎসবে অংশ নেবেন।
উৎসবের ওয়েব পেজ www.iffsatoronto.com ব্রাউজ করে যে কেউ চলচ্চিত্রের তথ্য সংগ্রহ করতে পারেন এবং ই-টিকেট কেটে নিতে পারেন।
২১ মে রোববার ও ২২ মে সোমবার টরন্টোতে বাংলা চলচ্চিত্রগুলোর প্রদর্শন হবে।