টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোতে ‘মুখ ও মুখোশ রুপ ও রুপক’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার প্রতিবেদক: News Desk | আগস্ট ২০, ২০১৭
বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা গোলাম মোস্তফা শিমুল পরিচালিত চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ রুপ ও রুপক’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে টরন্টোতে। আগামী ২৭শে আগস্ট, রবিবার সন্ধ্যা ৭টায় টরন্টো ফিল্ম ফোরাম এর আয়োজনে কানাডার দ্বিতীয় প্রাচীনতম মুভি থিয়েটার ‘ফক্স’ এ চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত জীবনের ঘাত-প্রতিঘাত-সংঘাত ও আশা-নিরাশার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘মুখ ও মুখোশ রুপ ও রুপক’ এর কাহিনী। মাত্র আট জন চরিত্রের মধ্য দিয়ে দুই ঘন্টার এই চলচ্চিত্রের কাহিনী দর্শকদের প্রতিনিয়ত দাঁড় করাবে সমাজ বাস্তবতা আর সমাজ পরিবর্তনের স্বপ্নের মুখোমুখি।
‘মুখ ও মুখোশ রুপ ও রুপক’ এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছে পরিচালক নিজেই। এ ছবিতে অভিনয় করেছেন কাজী রাজু, নাফিসা চৌধুরী নাফা, কামাল আহমেদ, দ্বীপান্বিতা মার্টিন, খায়রুল আলম সবুজ, খলিলুর রহমান কাদেরী, মঞ্জুরুল আলম পান্না ও আমিরুল ইসলাম অরুন। সাথী ইসলাম নিবেদিত এ চলচ্চিত্রের নির্বাহী প্রয়োজক হিসেবে কাজ করেছেন আনোয়ার আজাদ।
Share the post “টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোতে ‘মুখ ও মুখোশ রুপ ও রুপক’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার
Original News Link:
http://probashikantho.ca/2017/08/%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AE-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%8B-4/