Blog

গন্তব্যের প্রথম পোস্টার প্রকাশ —পরিবর্তন প্রতিবেদক ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ০৩, ২০১৭

1230 Views0 Comments

গন্তব্যের প্রথম পোস্টার প্রকাশ

 

‘বাংলা, বাঙালি ও বাংলাদেশ’ এমন শিরোনাম দিয়ে প্রকাশিত হয়েছে অরণ্য পলাশের ‘গন্তব্য’র প্রথম পোস্টার। পোস্টারটির নিচের অংশে সূর্যাস্তের সময় জেলে মাঝ নদীতে নৌকা বেয়ে যাচ্ছে। তার উপরে বাংলাদেশের মানচিত্রের মধ্যে ছবির অভিনয় শিল্পীদের মুখচ্ছবি।

পরিচালক অরণ্য পলাশ বলেন, ‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ৭ মার্চের ভাষণ থেকে নির্মিত হচ্ছে ছবিটি। তাই পোস্টারের স্লোগান রেখেছি বাংলা, বাঙালি ও বাংলাদেশ।’

‘গন্তব্য’র প্রধান চরিত্রে আছেন আইরিন ও ফেরদৌস। এছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুম আজিজ, কাজী রাজু ও ইরিনা শাম্মী।

ছবিটিতে আইরিন একজন জেলের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন। প্রয়াত সঞ্জীবন শিকদারের ‘ও বললো’ পথনাটক থেকে ছবির মূল কাহিনী নেওয়া হয়েছে।

‘গন্তব্য’-এ গান থাকছে চারটি। এর মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার মরু’। ছবিটি প্রযোজনা করছে সুইটচিলি এন্টারটেইনমেন্ট। পাটুরিয়ার জেলেপাড়ায় সেট ফেলে শুটিং করা হয়েছে। বর্তমানে সকল শুটিং শেষে মাত্র একটি গানের শুটিং বাকি রয়েছে।

Leave your thought