কানাডা বাংলাদেশ চেম্বারের গালা ডিনার ১৬ মার্চ
কানাডা বাংলাদেশ চেম্বারের গালা ডিনার ১৬ মার্চ
কানাডায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ীদের সংগঠন কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স (সিবিসিসি)-এর গালা ডিনার আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন টরন্টোর এডওয়ার্ড হোটেল মারখামে সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান।
মূলত কানাডায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ব্যবসায়ীদের কর্মতৎপরতা সবার সামনে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিনিস্টার স্টিভেন ডুকা। এছাড়া আরও বিশিস্টজনেরা উপস্থিত থাকবেন। সংগঠনটির সদস্যদের জন্য এই অনুষ্ঠান ফ্রি! অতিথিদের জন্য ৫০ ডলার করে ধার্য করা হয়েছে। টিকিটের জন্য এই ইমেইলে (thecbcc1998@gmail.com) যোগাযোগ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
গত ১০ মার্চ শনিবার এবং ১১ মার্চ রোববার টরন্টোর মিজান কমপ্লেক্সে বিকেল ৫টায় সদস্য সংগ্রহের কর্মসূচি পালিত হয়। কমিউনিটির ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সদস্য হতে এই লিঙ্কে যোগাযোগ করতে পারবেন- www.the-cbcc.ca/register-cbcc-general/. সংবাদ বিজ্ঞপ্তি
Original News Link: