অরন্য পলাশ পরিচালিত #গন্তব্য চলচ্চিত্রের প্রথম টিজার | GONTOBBYO | Official Teaser
আসছে নতুন ছবি ‘গন্তব্য’। ঢাকায়, মানিকগঞ্জে এবং সিরাজগঞ্জে হয়ে গেছে ছবির শুটিং। সামনে হবে আরো অল্প কিছু। এমন মধ্যবর্তী সময়ে এসে সংশ্লিষ্টরা জানান দিলেন ছবির কথা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘গন্তব্য’ নিয়ে হাজির হলেন ছবির সংশ্লিষ্টরা। এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, আমান রেজা, এলিনা শাম্মী, মাসুম আজিজসহ আরো অনেকে। ‘গন্তব্য’ ছবিটি পরিচালনা করেছেন অরন্য পলাশ।